বাংলা নববর্ষ পালনের মধ্যে দিয়ে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের তরফে পালন করা হল বাংলা দিবস। এই উপলক্ষে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে ভাষা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন অনুষ্ঠানে শহরের বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে হাজার কণ্ঠের সংগীত আয়োজন করা হয়। পাশাপাশি নববর্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন। শোভাযাত্রাটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের মূল পথ পরিক্রমা করে। পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র, মেয়র পারিষদ এবং আধিকারিকেরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।শোভাযাত্রায় পা মেলায় শহরে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা।